শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:৫৩ অপরাহ্ন
এম.এস সোহানুর সোহাগ
মাদারগঞ্জ প্রতিনিধি
মাদারগঞ্জ উপজেলার ০১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফকিরপাড়া গ্রামের সবুর আলী (৫৫) কর্তৃক তার বয়াজেষ্ঠ শাশুড়ি সখিনা বেগম (৮০)নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে সখিনা বেগম মাদারগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে যানা যায়,সখিনা বেগমের বাড়ি সারিয়াকান্দি উপজেলার মানিকদাড়ই গ্রামে, সখিনা বেগমের মেয়ে নাজমা বেগম প্রায়ই নির্যাতনের শিকার হত তার স্বামী অভিযুক্ত সবুর আলি কর্তৃক,মেয়ের খোঁজ-খবর খবর নিতে গতকাল ০৩/০৯/২০ সন্ধায় মেয়ের বাড়িতে আসেন নির্যাতিত সখিনা বেগম। মেয়েকে মারধরের বিষয়ে তার জামাতার কাছে জানতে চাইলে তার জামাতা উল্টা- পাল্টা কথা ও গালিগালাজ করেন।পরবর্তীতে বয়াজেষ্ঠ সখিনা বেগমকে মারধর করেন। এতে সখিনা বেগম মাথায় আঘাত পান ও শরীরে ব্যথা পান,পরে সখিনা বেগমকে তার জামাতা সবুর আলি টেনে হিচড়ে রাস্তায় রেখে আসেন। সখিনা বেগম মাথায় ও শরীরে ব্যথা পাওয়ার ফলে রাস্তায় কাতরাতে থাকেন। পরে বিষয়টি ০১ নং চরপাকের ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন স্বপন নজরে আসলে তিনি সখিনা বেগমকে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করান।হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফজলুল হক জানিয়েছেন সখিনা বেগম মাথায় আঘাত পেয়েছেন।তার শরীরে ব্যথা কিছুটা কমে গিয়েছে, আমরা তার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি।একজন বয়াজেষ্ঠ নারীর উপর হামলা ন্যাক্কার জনক বলেও তিনি জানান। ভোক্তভোগী সখিনা বেগম তার উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।এলাকাবাসী ও প্রত্যক্ষদোষীরা জানান অভিযুক্ত সবুর আলি ব্যক্তি হিসেবে ভালো না,তার একাধিক স্ত্রী রয়েছেন, এলাকার মানুষের সাথে তিনি সবসময় খারাপ আচরণ করে থাকেন। বয়াজেষ্ঠ নারীর উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।
Leave a Reply