শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৪:১৮ অপরাহ্ন
সোহানুর সোহাগ
আসন্ন মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান মাদারগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরুণদের আইকন হিসেবে পরিচিত জনাব হাসানুজ্জামান সাগর। কাউন্সিলর প্রার্থী হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তিনি সর্বমহলে বেশ সাড়া পাচ্ছেন। ৪ নং ওয়ার্ডস্থ বালিজুড়ি পূর্বপাড়া, বালিজুড়ি বাজার ও ফটিয়ামারি এলাকার সর্বস্তরের মানুষের মুখে একজন হাসানুজ্জামান সাগর। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে হাসানুজ্জামান সাগর নাম যেন অন্তরে গেঁথে গেছে। জানা যাচ্ছে যে কাউন্সিলর নির্বাচন দলীয় মনোনয়নে হবে। আওয়ামী পরিবারের সন্তান হাসানুজ্জামান সাগরের পিতা আলহাজ্ব অধ্যক্ষ গোলাম রব্বানি জেলা আওয়ামী লীগ নেতা। জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম -বিষয়ক সম্পাদক ও বর্তমান সদস্য। দলীয় মনোনয়নের বিষয়ে এক সাক্ষাৎকারে হাসানুজ্জামান সাগরের জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুরের ২৬ লক্ষ মানুষের অবিভাবক উন্নয়নের রূপকার সাবেক বস্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজমের প্রতি আমার বিশ্বাস ও আস্থা রয়েছে, তিনি যদি আমাকে যোগ্য মনে করে তাহলে অবশ্যই দলীয় মনোনয়ন দিবেন। প্রতিবেদক প্রশ্ন করেন, নির্বাচনে কাউন্সিলর পার্থী হিসেবে আপনার ভাবনা কী? জবাবে হাসানুজ্জামান সাগর বলেন, আমি যদি কাউন্সিলর হিসেবে নির্বাচনে জয়ী পারি ৯ টি ওয়ার্ডের মডেল হবে ৪ নং ওয়ার্ড। ৪ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে আমি সর্বদা প্রস্তুত থাকবো ইনশাাআল্লাহ।
Leave a Reply