শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:৩৪ অপরাহ্ন
মোহাম্মদ আলী জিন্নাহ
বিশেষ প্রতিনিধি
মাদারগঞ্জে মোটরসাইকেল চালকের ছিনতাইয়ের কবলে ঢাকা থেকে বাড়ীফেরা মটরসাইকেল যাত্রী।
শুক্রবার ভোর সাড়ে ৫ টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কালাবাড়ী মোড়ের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের রুকনাই এলাকার সুলতান সরদারের ছেলে রিপন সরদার (৩০) এ ঘটনার স্বিকার হন।
ঢাকা সাভারের বাইপাইল কাউন্টার থেকে রাত ১২ টায় বাসে উঠে মাদারগঞ্জে পৌঁছে ভোর ৫ টায়। বালিজুড়ী বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল এ তেঘরিয়া রোড়ে বাড়ী যাওয়ার পথে কালাবাড়ী মোড়ের দক্ষিণ পাশে ফাকা জায়গায় গাড়ী থামিয়ে চালকের সাথে থাকা ছদ্মবেশী যাত্রীসহ রিপন কে মারধোড় করে নগদ ১০ হাজার টাকা, আইডি কার্ড, চাকরির আইডি কার্ড ও সাথে থাকা ব্যাগসহ নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
এ ব্যাপারে রিপন সরদারের বড় ভাই সাইফুল সরদার মুঠোফোনে জানিয়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল এ ছদ্মবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে সাথে থাকা দশ হাজার টাকা ও একটি ব্যাগসহ খোয়া যায় এবং মারধোড় করে আমার ভাই কে। মুখ ঢেকে থাকায় চিনতে পারেনী তাদের।
এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য সকল কে সচেতন ও সর্তক থাকার আহবান জানিয়েছেন তিনি।
Leave a Reply