মোহাম্মদ আলী জিন্নাহ ,বিশেষ প্রতিনিধি – তথ্য প্রযুক্তির ব্যবহার ও মোবাইল জার্নালিজম শীর্ষক গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় সাভার মিডিয়া ক্লাবের আয়োজন এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষক হিসেবে ছিলেন,মোবাইল জার্নালিজম বিষয়ক দেশের প্রথম পিএইচডি করে আসা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের(ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক জামিল খান ,সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট সাব্বির আহমেদ । দিনব্যাপী এ বিশেষ কর্মশালা’র উদ্বোধন করেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজ্বী সেলিম আহম্মেদ ।
গণমাধ্যমকর্মীদের দিনব্যাপী বিশেষ এ কর্মশালা’য় প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোযোগ সহকারে প্রশীক্ষণ গ্রহণ করায় সংবাদকর্মীদের ধন্যবাদ জানান অতিথিবৃন্দরা।
বিশেষ এ কর্মশালা’য় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
Leave a Reply